নীল কাব্য
লিখেছেন লিখেছেন মামুন ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:২৯:৪২ রাত
নীল কাব্য
একটি নীল খাম
আর বিবর্ণ এক চিঠি,
আঠারো বসন্ত ব্যাপী কিছু
সুপ্ত অনুভূতিকে ঘুম পড়িয়ে
বন্ধ দেরাজে এখনো বিরাজমান!
যদিও ওর বুকে লাঙ্গল চষা যরীন হরফগুলো
এখন লুপ্তপ্রায়!
আর কবে কোন হৃদয় পুড়েছিল বলে
ধোঁয়াটে ঘ্রাণে মিশে থাকা সেই সময়ের এক নীল চিঠি,
এই পড়ন্তবেলায় এসে
এখনো বুকের গভীরে জ্বালা ধরায়!
নীল খামের সেই নীল অনুভূতির প্রেরণকারিনী
এখন যদিও বিস্মৃতির অন্তরালে! তবুও
স্মৃতিরা জাবর কাটে দুঃস্বপ্নের রাতকে ঘিরে। আর
একটি বদ্ধ দেরাজে সময়ের ঘ্রানে আপ্লুত
যরীন হরফগুলো বারবার বোবা কান্নায় গুমরে মরে।।
বিষয়: সাহিত্য
১৬৯৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভেচ্ছা রইলো।
অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
ধোঁয়াটে ঘ্রাণে মিশে থাকা সেই সময়ের এক নীল চিঠি,
এই পড়ন্তবেলায় এসে
এখনো বুকের গভীরে জ্বালা ধরায়!
ক্যান এত সুন্দর সুন্দর কবিতা লিখে আমার মনে কষ্ট বাড়ান। ক্যান বলেন ক্যান?
তবে আপনি যে এতো কষ্ট হৃদয়ে ধারণ করে আছেন জানতাম না!
শেয়ার করে কিছু কমিয়ে ফেলেন। লিখার দ্বারা শেয়ার করেন। যেভাবে আমি করছি।
দুঃখিত আপনার কষ্ট বেড়ে যাবার জন্য।
শুভেচ্ছা রইলো অনুভূতি প্রকাশ করার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
সাথে থাকার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
আপনার কাছে সুন্দর মনে হওয়াতে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানালাম।
জাজাকাল্লাহু খাইর।
আগলে রাখতে পারলিনা।
ধন্যবাদ খুবই মুল্যবান একটি ইনফো শেয়ার করার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
আমার ব্লগে স্বাগতম আপনাকে!!
অনুভূতি রেখে যাবার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ ভাইয়া।
কুইক কমেন্ট করলাম আজ...... ভালো লাগলো অনেক ধন্যবাদ ......
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন